+ (88) 01958368160

onepointitbd@gmail.com

Follow Us:

slide 1
Image Slide 2
Image Slide 1
Image Slide 3
Image Slide 3
previous arrowprevious arrow
next arrownext arrow

নন-স্টপ সার্ভিস

আমাদের সফটওয়্যারটি আপনার পরিষেবায় অবিরাম যা সর্বদা আপনাকে পরিবেশন করবে

২৪/৭ অ্যাক্সেসযোগ্য

আপনি ইন্টারনেট সংযোগ সহ যেকোনো স্মার্ট ডিভাইস ব্যবহার করে যেকোনো স্থান থেকে যে কোনো সময় সফটওয়্যারটি অ্যাক্সেস করতে পারবেন।

২৪/৭ সাপোর্ট সার্ভিস

আমাদের অভিজ্ঞ সাপোর্ট টিম ২৪/৭ আপনার সেবায় নিয়োজিত । যেকোন প্রয়োজনে আমরা অনলাইন বা ফিজিক্যালি সাপোর্ট দিয়ে থাকি।

অটো রিপোর্ট

প্রতিবেদনের জন্য আর নয় অপেক্ষা, সংক্রিয়ভাবে আপনার প্রয়োজন মত আর্থিক রিপোর্ট পাবেন।

আমাদের সম্পর্কে

স্বাধ্যের মধ্যে মান সম্মত তথ্য প্রযুক্তির সেবা সর্বরাহই আমাদের একমাত্র ব্রত

ওয়ান পয়েন্ট আইটি সলুউশনস তথ্য প্রযুক্তি ক্ষাতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।  আমরা তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবাকে সহজে সকল শ্রেণীর মানুষের ধারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।  ওয়ান পয়েন্ট আইটি সলুউশনস সকল কাজে গ্রাহকের চাহিদাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে।  সকল শ্রেণীর গ্রাহকের স্বাধ্যের মধ্যে মান সম্মত তথ্য প্রযুক্তির সেবা সর্বরাহ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

কেন এডুপয়েন্ট

এডুপয়েন্ট একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার

ওয়ান পয়েন্ট আইটি সলুউশনস কতৃক নির্মিত এডুপয়েন্ট একটি অত্যন্ত উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ভর্তি থেকে শুরু করে সকল প্রাতিষ্ঠানিক কাজ অত্যন্ত সুশৃঙ্খল ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সহায়তা করে।  একটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করার জন্য সফটওয়্যারটিকে বিভিন্ন মডিউল বা অপশনে ভাগ করা হয়েছে।  যেমনঃ ভর্তি, ছাত্র-ছাত্রীর বিস্তারিত, শিক্ষক/কর্মকর্তা-কর্মচারী বিস্তারিত, অভিভাবক, পরীক্ষা, ঊপস্থিতি, একাউন্টস, গ্রন্থাগার, নোটিশ বোর্ড, এস এম এস এবং ওয়েবসাইটসহ ইত্যাদি।

এডুপয়েন্ট এর সুবিধাসমুহ

আপনার  শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তির মাধ্যেমে সহজ, সুশৃঙ্খল, নির্ভুলভাবে পরিচালনা করার জন্য ওয়ান পয়েন্ট আইটি সলুউশনস তৈরি করেছে এডুপয়েন্ট নামে এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে আরো অত্যাধুনিক করে তুলবে। এডুপয়েন্ট আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে কাগজবিহীন হতে এবং শুধুমাত্র একটি ক্লিকে সবকিছু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

ডিজিটাল অ্যাটেনডেন্স রেকর্ড

ছাত্র-ছাত্রীদের অ্যাটেনডেন্স রেকর্ড এর জন্য প্রতিষ্ঠান অনেক সময় ব্যয় হয় কিন্তু এডুপয়েন্ট ব্যবহারের ফলে ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নির্ধারিত হার্ডওয়্যারে নিজ নিজ পরিচয় পত্র প্রদর্শন/ আঙ্গুলের ছাপ প্রদান করা মাত্র-ই উপস্থিতি গননা করা হবে এবং তাদের অবিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি নিশ্চয়তা হিসেবে একটি ক্ষুদেবার্তা চলে যাবে

ইউজার ফ্রেন্ডলি ক্লাউড বেইজড সফটওয়্যার

এডুপয়েন্ট সফ্টওয়্যারটি ব্যবহার করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা জানার প্রয়োজন নাই। এটি ক্লাউড বেইজড সফটওয়্যার হওয়ায় যেমন এটি যে কোন জায়গা থেকে এক্সেস করা যায় তেমনি প্রতিষ্ঠানের কোন ডাটা হারানো নিয়ে ভয় থাকে না যদি কোন কারনে কম্পিউটারের হার্ডডিস্ক ক্র্যাশ করে বা ক্ষতিগ্রস্থ হয় তাতেও প্রতিষ্ঠানের সকল ডাটা থাকবে নিরাপদ এবং সুরক্ষিত।

অর্থনৈতিক লেনদেন সহজ করে

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফি সংগ্রহ এবং হিসাব সর্বদা একটি কঠিন কাজ। এই সফটওয়্যার ব্যবহারের সেই জটিলতা দূর হবে। ম্যানুয়ালি যদি বেতন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তবে তাতে অনেক সময় অপচয় হয়। কিন্তু এই সফটওয়্যার ব্যবহারের ফলে ঘরে বসেই বেতন প্রদান এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার মতো জটিল কাজ গুলো খুব সহজেই করা যাবে।

এক নিমিষে পরীক্ষার ফলাফল তৈরি

পরীক্ষার ফলাফল তৈরির জন্য শিক্ষকদের অনেক সময় ব্যয় করতে হয়। এই এডুপয়েন্ট ব্যবহারের ফলে পরীক্ষার ফলাফল তৈরি খুবই দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে। সফটওয়ারটি দ্রুততার সাথে নিখুঁতভাবে গ্রেড প্রদান এবং রেজাল্ট পাবলিশ করতে পারে যার ফলে শিক্ষার্থীরা যেমন নিখুঁত ফলাফল পাবে ঠিক তেমনি ভাবে শিক্ষকদেরও অনেক সময় অপচয় হওয়া থেকে বেঁচে যাবে। ফলে তারা একাডেমিক কার্যক্রম আরো বেশি মনোনিবেশ করতে পারবে।

শিক্ষকদের একাডেমিক কাজে মনোযোগ বৃদ্ধি

রেজাল্ট পাবলিশ, গ্রেড প্রকাশ, অ্যাটেনডেন্স রেকর্ড এর মত কাজগুলোতে শিক্ষকদের অনেক সময় ব্যয় হত। যদি এই সফটওয়্যারটি ব্যবহার করা হয় তবে এই সকল কাজগুলো সফটওয়ারের সাহায্যে করা যাবে যার ফলে শিক্ষকেরা একাডেমিক কাজে মনোযোগ বৃদ্ধি করতে পারবেন এবং শিক্ষার্থীরা তার ফলে সামগ্রিকভাবে আরো বেশি উপকৃত হবেন।

প্রতিষ্ঠানে সামগ্রিক খরচ কমাতে সহায়তা করবে

ধরুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পূর্বে ফি গ্রহণ করার জন্য একজন, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একজন এবং শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখার জন্য একজন করে কর্মকর্তা রাখার প্রয়োজন হতো। কিন্তু এডুপয়েন্ট ব্যবহারের ফলে এই সকল কাজগুলো এই সফটওয়ারের সাহায্যেই করা যাবে। যার ফলে এই পদগুলোতে আর কর্মকর্তা রাখার প্রয়োজন পড়বে না। ফলাফল হিসেবে সামগ্রিকভাবে প্রতিষ্ঠান খরচ অনেক কমে আসবে এবং প্রতিষ্ঠানটি লাভবান হবে।

এডুপয়েন্ট এর মডিউলসমুহ

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করার জন্য এডুপয়েন্ট সফ্টওয়্যারটিকে বিভিন্ন মডিউলে  ভাগ করা হয়েছে, যেমনঃ

ড্যাশবোর্ড

হোমপেজে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত গ্রাফিক্যাল ড্যাশবোর্ডের মাধ্যমে অতি সহজেই শিক্ষার্থীর উপস্থিতির হার, ফলাফল, ক্লাসের সময়সূচি জরুরি নোটিশ সহ অন্যান্য তথ্য দেখার সুবিধা।

অনলাইন ভর্তি

একজন শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনে ভর্তি ফর্ম পূরন ও টাকা জমা দিয়ে তৎক্ষণাৎ অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সুবিধা।

শিক্ষার্থীর তথ্যাবলি

সকল শিক্ষার্থীর তথ্য সম্বলিত একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার, যার মাধ্যমে ডায়নামিক সার্চ অপশন থেকে স্টুডেন্ট প্রোফাইলসহ যে কোন তথ্য খোঁজা এবং কোন ইউজার থেকে শিক্ষার্থীর তথ্য অ্যাড, এডিট, ডিলিট করা হয়েছে তার রিপোর্ট পাওয়ার সুবিধা।

বেতন গ্রহন

খাতওয়ারী বেতন কাঠামো সেট আপ করা, এবং মোবাইল ব্যাংকিং এর সমন্বয়ে বেতন গ্রহন করার পর সর্বমোট আদায়কৃত টাকা, বকেয়া টাকা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট পাওয়ার সুবিধা

রেজাল্ট তৈরী

প্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষা পদ্ধতি সেটআপ, অনলাইন এবং অফলাইনে খুব সহজে মার্কস এন্ট্রি, রেজাল্ট কার্ড, মেধা তালিকা, টেবুলেশন শীট, গ্রাফিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট ইত্যাদি তৈরী ও ওয়েবসাইট -এ ফলাফল প্রকাশ সহ আরো অনেক সুবিধা।

মানবসম্পদ

শিক্ষক ও কর্মচারীদের সমস্ত তথ্য সংরক্ষন, অ্যাটেন্ডেন্স ডিভাইস এর মাধ্যমে উপস্থিতি, ছুটির রেকর্ড ও বেতন শীট, যাবতীয় রিপোর্ট পাওয়ার সুবিধা।

অ্যাটেনডেন্স সিস্টেম

ক্লাসে হাজিরা খাতার পরিবর্তে অ্যাটেন্ডেন্স ডিভাইস, মোবাইল, ট্যাব বা ল্যাপটপের মাধ্যমে উপস্থিতি গ্রহন এবং সেই সাথে সারা মাসের উপস্থিতি অনুপস্থিতির বিভিন্ন ধরনের রিপোর্ট পাওয়ার সুবিধা।

এসএমএস

অভিভাবকদের সহজে অবহিত করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য (অনুপস্থিতি, নোটিশ, রেজাল্ট, বকেয়া বেতন ইত্যাদি) সম্বলিত এসএমএস বাংলা ও ইংরেজিতে প্রেরণের সুবিধা।

ক্লাস রুটিন ব্যবস্থাপনা

প্রতিষ্ঠানের শিক্ষকদের চাহিদার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ক্লাস ও পছন্দসই সময় অনুযায়ী বিষয়ভিত্তিক ক্লাস সুষমভাবে বন্টন করে রুটিন তৈরী এবং ক্লাসের যে কোন পরিবর্তন বা শিক্ষকের অনুপস্থিতিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক।

রিপোর্ট ও সার্টিফিকেট

ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ডায়নামিক সার্চ প্যানেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড, আইডি কার্ড, প্রত্যয়ন পত্র, ছাড়পত্র সিট কার্ড নানবিধ রিপোর্ট ডিজাইন ও ব্যাচ প্রিন্টিং করার সুবিধা।

ইউজার ব্যবস্থাপনা

কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা নিরাপত্তা ব্যবস্থা। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কোন ব্যবহারকারী কোন তথ্যের কতটুকু ফিচার অ্যাড, এডিট, ডিলিট, ভিউ, প্রিন্ট করতে পারবে তা নিয়ন্ত্রন করার সুবিধা।

লাইব্রেরী ম্যানেজমেন্ট

লাইব্রেরী ম্যানেজমেন্ট এর মাঝে রয়েছে নাম ওয়াইজ বই এর প্রকার, বই এর নাম, র‌্যাক বিবরণ, বই এন্ট্রি, বই এর তালিকা (র‌্যাক ওয়াইজ) লাইব্রেরী কার্ড, বার কোড মুদ্রণ, বই কোর্ড, বই ইস্যু ও রিটার্ন, ডিউ বুক লিস্ট, বর্তমান স্টক, ডেক্স, মেম্বারশিপ ও SMS প্রভৃতি।

এডুপয়েন্ট এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার

  • এডমিন

    সফটওয়্যার এর সার্বিক ব্যবস্থাপনা (তালিকা, সম্পাদনা, মুছে ফেলা, ব্লক) এর মতো অ্যাডমিন দ্বারা পরিচালিত ।

  • শিক্ষক/কর্মকর্তা-কর্মচারী

    শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা তার নিজের প্যানেল থেকে দৈনন্দিন প্রয়জনীয় সকল কাজ সম্পাদনn করতে পারবে।

  • অভিভাবক

    অবিভাবকরা তাদের নিজ নিজ সন্তানের উপস্থিতি, উন্নতি, বিভিন্ন ফিস ইত্যাদি সম্পর্কে সবসময় অবহিত থাকবেন।

  • শিক্ষার্থী

    ছাত্র-ছাত্রীদের প্রত্যাহিক কার্যাবলী (যেমনঃ উপস্থিতি, ক্লাস রুটিন, বাসার কাজ, পরীক্ষার সময় সূচী, পরীক্ষার ফলাফল, শিক্ষক অথবা কর্তৃপক্ষ কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা, শিক্ষক, কর্তৃপক্ষ অথবা অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করা, ছুটি এবং অন্যান্য প্রয়োজনীয় নোটিশ প্রাপ্তি, বিভিন্ন ফিস প্রদান ইত্যাদি)

Projects Success
0 %
Trusted Client
0 k+
Awards & Recognition
0
Professional Team
0 +

এডুপয়েন্ট ব্যবহারকারী কিছু প্রতিষ্ঠান

সর্বশেষ আপডেট জানতে আমাদের নিউজলেটার Subscribe করুন।

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

যোগাযোগ

আমাদের সার্ভিস সমূহ

সফটওয়্যার সলিউশনস

ওয়েব সলিউসনস

মোবাইল এপ্লিকেশনস

হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্ক সলিউশনস

সোসাল মিডিয়া মার্কেটিং

আমাদের কিছু সফটওয়্যার

হাসপাতাল / ডায়াগনস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার

ইআরপি সফটওয়্যার

এইচ আর ম্যানেজমেন্ট সফটওয়্যার

কুরিয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়্যার

একাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যার

আমাদের কিছু সফটওয়্যার

সমিতি সফটওয়্যার

পয়েন্ট অফ সেল (পস)

বিলিং সফটওয়্যার

ই-কমার্স ওয়েবসাইট

ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার

© 2024 One Point IT solutions